ইকবাল হোসেন রাজুর ভাবনায় লালমনিরহাট

লালমনিরহাট —————– সব যাচ্ছে যাচ্ছে সব ভেঙে নদীর তোড়ে মিঠে পানি নেই তিস্তায় সব সর্বনাশা সব নিচ্ছে কেড়ে তিস্তায় ভাংছে লালমনিরহাট যাচ্ছে নদীর জলে সৈয়দ পুরে হচ্ছে আকাশে উড়বে না মিলবেনা দু-ডানা হারাচ্ছে কুড়িগ্রাম গাইবান্ধা বিলীন বিরান চরে গ্লোবাল ভিলেজের চিনির তরে চিনি কল করছি বন্ধ শাওতাল হারাচ্ছে হারাচ্ছে সর্বশেষ লালমনিরহাট যাচ্ছে নদীর জলে সর্বনাশা মন যমুনায় যাচ্ছে রংপুর ভাংছে লালমনিরহাট মিঠা পানি নেই হারিয়ে যাচ্ছে আক্রোশে নদীর তোড়ে মিলে মনের অতলে সর্বনাশা ভাংগনে হারাচ্ছি হারাচ্ছি তড়িৎ দিতে হবে বাধ মিঠে পানি তা-ও তুলতে হবে ছাওয়াল কোথায় ফিরাতে হবে তারে … Continue reading ইকবাল হোসেন রাজুর ভাবনায় লালমনিরহাট